শিক্ষা প্রতিষ্ঠানের নাম |
কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতন |
সংক্ষিপ্ত বর্ণনা |
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন, কটিয়াদী পৌরসভার অন্তর্গত কিশোরগঞ্জ টু ঢাকা ভায়া মঠখোলা মহাসড়কের সংলগ্নে কটিয়াদী উপজেলা সন্নিকটে অত্র বিদ্যালয়টি এক মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ০১/০৬/১৯৮৩ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি মনোযোগ সহকারে পাঠদান করে আসিতেছে। বিদ্যালয়টির পূর্বদিকে 0.400 কিঃমিঃ এর মধ্যে বাসষ্ট্যান্ড ও উপজেলা সদর, পশ্চিম পার্শ্বে ডাঃ আঃ মান্নান মহিলা কলেজ ও কটিয়াদী সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসা, দক্ষিন পার্শ্বে কটিয়াদী বাজার ও ডিগ্রি কলেজ, উত্তর পার্শে ঢাকা-মঠখোলা মহাসড়ক। বিদ্যালটিতে 11 জন শিক্ষক-শিক্ষিকা ও একজন সহকারী গ্রন্থাগারিক একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, দুইজন চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছে। তাছাড়া বিদ্যালয়টি আন্তঃক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে কৃতিত্ব অর্জন করেছে। বিদ্যালয়টিতে কো-কারিকোলাম কার্যক্রম চালু রয়েছে। বিদ্যালয়টি খেলাধূলার পাশাপাশি জেএসসি ও এসএসসি পরীক্ষায় অত্র উপজেলায় বিভিন্ন সময় কৃতিত্বের স্বাক্ষর রাখে। বিদ্যালটিতে শিক্ষক-শিক্ষকাগণ পাঠদানে অত্যান্ত আন্তরিক। বিদ্যালয়টিতে ১ টি সুন্দর খেলার মাঠ রয়েছে।
|
প্রতিষ্ঠাকাল |
01-06-1983ইং |
ইতিহাস |
১৯৮৩ ইং সনে কটিয়াদী উপজেলার ১ম ইউএনও জনাব আজহার আলী তালুকদার সাহেব এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বসাধারনের অক্রান্ত পরিশ্রমে এলাকার শিক্ষার মানসহ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কিশোরগঞ্জ টু ঢাকা ভায়া মঠখোলা মহা সড়কের পাশে কটিয়াদী পৌরসভার অর্ন্তগত এক মনোরম পরিবেশে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়টি ০১-০১-১৯৯৪ ইং সনে প্রথম জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৯ ইং সালে জুনিয়র হাই স্কুল হিসেবে এমপিও ভুক্তি হয়। ২০০৫ ইং সালে নবম শ্রেণির পাঠদান অনুমতি লাভ করে। বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় ২০০৯ ইং সালে । ২০১০ ইং সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভূক্তি হয়। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা, কম্পিউটার শাখা চালু আছে। |